হ্যাকার ও প্রতারক হতে সাবধান!
******************************
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ভাতাভোগীদের বিকাশ/নগদ হ্যাকার ও প্রতারক হতে সাবধান হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিজের ভাতার মোবাইল ব্যাংক হিসাব, বিকাশ/ নগদের পিন কোড বা ওটিপি কাউকে বলা যাবে না। সমাজসেবার কোন অফিস থেকে ফোন করে কোন ধরনের পিন কোড বা ওটিপি চাওয়া হয় না।
কেউ ফোন করে মোবাইল ব্যাংক হিসাব বিকাশ/নগদের পিন কোড বা ওটিপি চাওয়া মানেই নিশ্চিত হ্যাকার বা প্রতারকের কাজ। তাদের কোন কথায় সাড়া দিবেন না।
হ্যাকার/ প্রতারক ভাতা বন্ধের ভয় ভীতি দেখালে সাথে সাথে অফিস তথা ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধির সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হোন।
নিজে সতর্ক থাকুন।
অপরকে সতর্ক করুন।
ভাতার টাকা সুরক্ষিত রাখুন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস