এই রায়পুর ইউনিয়নটি ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হইতে রোড ভাউলার হাট মোড় রাস্তা হইতে প্রায় ৬কি:মি এবং রোড ভাউলার হাট মোড় রায়পুর ইউনিয়ন পরিষদ = ৯কি:মি:। এই ইউনিয়নটি ঠাকুরগাঁও সদর এর শেষ প্রান্তে।ঠাকুরগাঁও রোড থেকে প্রায় ৩০মিনিট যেতে সময় লাগে, যাওয়ার ব্যবস্থা অতি সহজ, কারণ এই ইউনিয়টিতে যেতে হলে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে যেতে হবে। অর্থাৎ রোড ভাউলার হাট মোড় নামে পরিচিত, সেখান থেকে প্রায় ৯কি:মি: দূরে ইউনিয়নটি। আর এই ইউনিয়নে পৌছাতে হলে যে কোন অটো রিক্সা, মিশুক,ভেন,মটরসাইকেল বা চার চাকা বিশিষ্টি যে কোন গাড়ি নিয়ে যাওয়া অতি সহজ। ৯নং রায়পুর ইউনিয়ন পরিষদ, ভাউলার হাট, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস